কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং সাধারণ মানুষের মধ্যে শীতকালীন সবজি সাশ্রয়ী মূল্যে বিক্রি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। কৃষকের কাছ থেকে সরাসরি শাকসবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেন।
সোমবার (২০ নভেম্বর) নগরীর কোতোয়ালি মোড়ে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ব্যতিক্রমী এই উদ্যোগে দেশে চলমান হরতালে পণ্যের দাম বেড়ে যাওয়ায় আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সঠিক দামে সবজি কেনার সুযোগ পায় সাধারণ ভোক্তারা। এতে কম দামে সবজি কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।
এ সময় মুলা ২৫, বরবটি ৩০, বাঁধাকপি ১৫, শশা ২০, মিষ্টি কুমড়া ২০, ফুলকপি ৩০, লাউ ৩০, তিতকরলা ৩০, শাক ১০ ও বেগুন ৩০ টাকা ধরে বিক্রি করা হয়।
দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ক্ষেত থেকে তাদের দামে কিনে কোন প্রকার লভ্যাংশ ছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ। মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রির এই উদ্যোগ অব্যাহত থাকবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ