চট্টগ্রামের কর্ণফুলী থানার গাড়ি ভাংচুর ও নাশকতা মামলার প্রধান আসামি কর্ণফুলী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকতকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (১৯ নভেম্বর) নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শওকত কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মনু মাঝির ছেলে।
র্যাব জানায়, গত ১ নভেম্বর (বুধবার) সারাদেশে অবরোধ চলাকালীন শিকলবাহা গ্রামের ভেল্লাপড়া এলাকায় কিছু দুর্বৃত্ত একটি বাসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। নজরদারির এক পর্যায়ে র্যাব খবর পায়, আসামিদের একজন চাকতাই এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শওকতকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মো. শওকত ওই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে স্বীকার করেন। পরে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারেভেজ