চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বেসরকারি বিমানের টিকেটে সিন্ডিকেটের বাড়তি মূল্য আদায়, সুজনের ক্ষোভ

বিজ্ঞপ্তি

১৮ নভেম্বর, ২০২৩ | ১০:৪৮ অপরাহ্ণ

হরতাল-অবরোধকে কেন্দ্র করে বেসরকারি বিমানের টিকেট নিয়ে সিন্ডিকেটের গলাকাটা দাম আদায়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

 

আজ শনিবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন নাগরিক আন্দোলনে সরব চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক সুজন।

 

এ সময় তিনি বলেন, বিভিন্ন বেসরকারি বিমান হরতাল-অবরোধের সুযোগটাকে কাজে লাগাচ্ছে। চট্টগ্রাম-ঢাকা তিন হাজার টাকা মূল্যের বিমানের টিকেটকে দশ-বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। যাহ চরম অনৈতিক বলেও মনে করেন তিনি।

 

তিনি বলেন, এভাবে বিমানের টিকেটের অতিরিক্ত মূল্যের কারণে যাত্রীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিচ্ছে। অন্যদিকে এর ফলে প্রচণ্ড রকমভাবে দেশের সুনামও নষ্ট হচ্ছে। হরতাল-অবরোধের সুযোগে এভাবে যাত্রীদের পকেট কাটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিমান সাধারণত উচু শ্রেণির যাত্রী পরিবহন করে থাকে। পাশাপাশি অনেকে ব্যক্তিগত কারণে কিংবা চিকিৎসাজনিত কারণেও বিমানে ভ্রমণ করে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতির সুযোগে বিমানগুলো যাত্রীদের সাথে যে ধরনের অপেশাদারি আচরণ করেছে তাতে যাত্রীসাধারণের হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে। এর ফলে বিমানগুলো যে নিঃসন্দেহে যাত্রী সংকটে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট