চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে চসিকের মাইকিং, চালু হয়েছে কন্ট্রোলরুম

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ

ঘূর্নিঝড় মিধিলি’র প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়া জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দামপাড়ার চসিকের বিদ্যুৎ বিভাগে চালু করা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।

 

দুর্যোগ না কাটা পর্যন্ত এ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা দুর্যোগকবলিত জনগণের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। কন্ট্রোল রুমের নম্বর ০২৩৩৩৩৫৩৬৪৯।

 

চসিকের গৃহীত পদক্ষেপ সম্পর্কে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতেই ওয়ার্ড কাউন্সিলরদের নিজ-নিজ ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে নেয়ার বিষয়টি আন্তরিকতার সাথে তদারক করতে নির্দেশ দিয়েছি। চসিকের সবগুলো বিভাগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সক্রিয় আছে। এছাড়াও মাইকিং সহ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে নিতে রেড ক্রিসেন্টও সহযোগিতা করছে।

 

এছাড়া শুক্রবার দামপাড়ায় চসিকের বিদ্যুৎ উপ-বিভাগ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জরুরি অবস্থা মোকাবিলায় শুকনো খাবার ও ত্রাণ সাগ্রীর প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি দুর্যোগ না কাটা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনায় সকলকে প্রস্তুত থাকার সিদ্ধান্ত হয়। চসিকের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় চসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণে এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট