চট্টগ্রাম রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩, সরিয়ে নেওয়া হয়েছে লাইটারেজ জাহাজ

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৩ | ১:০২ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মিধিলির কারণে চট্টগ্রাম বন্দরে এলার্ট–৩ জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে, চট্টগ্রাম বন্দর জেটিতে এখন বন্ধ রয়েছে পণ্য হ্যান্ডলিং কার্যক্রম। আজ শুক্রবার সকাল ১১টার দিকে বন্দরের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি পরিস্থিতি বিবেচনায় বন্দরের বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। এরই মধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বন্দর চ্যানেলের সকল লাইটারেজ জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এছাড়া বন্দরের বিভিন্ন জেটি থেকে ১২টি বাণিজ্যিক জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিকেলে পরিস্থিতি দেখে বাকি জাহাজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট