বাকলিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ৯
অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নগরীর বাকলিয়া থানার অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নতুন ব্রিজ ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন।
গ্রেপ্তাররা হলেন : ফাতেমা বেগম, আখি আকতার, মনি খাঁ, নয়ন মনি, সাথী রুদ্র, আরজু আহমেদ, মো. মহসিন, মো. নয়ন ও মো. আবদুল্লাহ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রিজ ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কর্যকলাপে লিপ্ত থাকায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সিএমপি বাকলিয়া থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ