চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, পুলিশ সদস্যদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নিয়মনিষ্ঠ ও দায়িত্বশীল হতে হবে। সর্বোচ্চ পেশাদার হয়ে নগরকে আরও বেশি নিরাপদ করার প্রত্যয় নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৭ নভেম্বর) সিএমপির মাসিক কল্যাণ সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় সদ্য অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো.আব্দুল ওয়ারীশ এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার। এ ছাড়াও দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য এসআই (সশস্ত্র) মো. আশরাফ আলী, এএসআই (নিরস্ত্র) রিটু কুমার দেব ও কনস্টেবল কাজল তনচংগাকে বিদায়ী শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সব উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ