চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

পরিচ্ছন্ন কর্মীর ঘুষিতে চমেকে অফিস সহায়কের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২৩ | ৯:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পরিচ্ছন্ন কর্মীর ঘুষিতে চমেকে অফিস সহায়ক  মো. ইলিয়াস (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মর্গের পরিচ্ছন্ন কর্মী সমীরণ নাথকে আটক করেছে পুলিশ।

 

আটক সমীরণ পটিয়ার ধলঘাট এলাকার দিলীপ কানুগোর বাড়ি মৃত প্রফুল্ল নাথের ছেলে।

 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আমিন আশেক জানান,  রবিবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে মর্গের সামনে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইলিয়াসকে মাথায় ঘুষি মারেন সমীরণ। এতে মাথায়  আঘাত পেয়ে পড়ে যান ইলিয়াস। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। সোমবার দুপুরে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস।  তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট