চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

দুদক কর্মকর্তার মৃত্যু : চান্দগাঁও থানার ২ এএসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর, ২০২৩ | ১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ (৬৭) মারা যাওয়ার ঘটনায় দুই এএসআইকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

তারা হলেন, সহকারী উপ-পরিদর্শক মো. ইউসুফ আলী এবং এটিএম সোহেল রানা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ সই করা এক আদেশে তাদের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রাণী প্রামাণিক বলেন, বুধবার চান্দগাঁও থানায় দুদকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা মারা যাওয়ার খবর নিয়ে সমালোচনা হয়েছে। বিষয়টি তদন্ত করার জন্য সিএমপি কমিশনার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তে যেন প্রভাব না পড়ে সেজন্য তাদের প্রত্যাহার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট