চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫ | ৫:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে মো. ফাহাদ নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই করা একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাঈমুর রহমান বলেন, গতকাল বিকেল সাড়ে ৪টায় আকবরশাহ থানা এলাকা থেকে মো. ফাহাদ নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে ও তার সহযোগীরা বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা ছিনতাই করতো। গ্রেপ্তার আসামি কজন পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট