ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর মোট সংখ্যা ৫২ জন। এর মধ্যে ২১ জনই শিশু।
শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে গতকাল ২৫ আগস্ট ৭ মাস বয়সী লাবিব এবং গত ১৯ আগস্ট ৫ বছর বয়সী জাহিদ নামে দুই শিশু চমেক হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে লাবিব শনিবার (২৬ আগস্ট) দুপুরে এবং জাহিদ (শুক্রবার) ২৫ আগস্ট সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই জনেরই এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রোম জটিলতা ছিল বলে জানিয়েছে চিকিৎসকরা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন রয়েছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৭ জন।
পূর্বকোণ/পিআর/পারভেজ