চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

২ নম্বর গেটে বাসের ধাক্কায় ট্রাফিক কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩ | ১০:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় বাসের ধাক্কায় মো. নুরুল করিম নামের এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  ট্রাফিক উত্তর বিভাগের পাঁচলাইশ এলাকার ট্রাফিক পরিদর্শক মো. তারিকুল ইসলাম। 

 

তিনি জানান, নুরুল করিম কর্তব্যরত অবস্থায় ১০ নম্বর রুটের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট