চট্টগ্রাম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২৩ | ৫:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামে আরও ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। চট্টগ্রামে চলতি বছর এটিই একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬ এবং বেসরকারি হাসপাতালে ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে সর্বমোট ৮৫৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন।’

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে জুলাই মাসে ২৯৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন চার জন। জুনে ২৮২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ছয় জন। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন তিন জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪১২, মহিলা ২৫২ ও শিশু ১৯৫ জন। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট