চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঢাকার বুকে ‘চাটগাঁইয়া মেজবান’

পটিয়া সংবাদদাতা

৮ জুলাই, ২০২৩ | ১১:৫১ পূর্বাহ্ণ

বেশ জাঁকজমকের সাথে ঢাকায় আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘চাটগাঁইয়া মেজবান’।

 

গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে জাতীয় সংসদের এলডি হলে সংসদ সদস্যদের সম্মানে এ মেজবানের আয়োজন করেন সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

 

সন্ধ্যা নামার পর থেকে সপরিবারে মেজবানে উপস্থিত হতে থাকেন আমন্ত্রিতরা। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর একে একে মেজবানে আসতে শুরু করেন সংসদ সদস্যরা।

 

মেজবান উপলক্ষে এলডি হলের মাঠে টাঙানো হয় বিশাল শামিয়ানা। খাবারের ফাঁকে ফাঁকে মনোমুগ্ধকর চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানসহ নানা আধুনিক গান পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পীরা।

 

চট্টগ্রামের বিখ্যাত বাবুর্চি মো. শাহাদাতের নেতৃত্বে ২০ জন বাবুর্চি দুদিন আগে থেকেই মেজবানের খাবার তৈরির আয়োজন শুরু করেন। খাবার তালিকায় ছিল সাদা ভাত, গরুর মাংস, খাসির মাংস, চনার ডাল, গরুর নলা ও গরুর কালোভুনা।

 

মেজবানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, মন্ত্রীসভার সদস্য, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, সংসদের হুইপ, সংসদ সদস্য ও সচিবগণ।

 

এছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এতে অংশ নেন। অতিথিদের আগমনে মেজবানের এ মিলনমেলা পরিনত হয় আনন্দ উৎসবে।

 

এ সময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, আমাদের চট্টগ্রামের ঐতিহ্যের ধারক-বাহক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এই ঐতিহ্য যুগ যুগ ধরে অব্যাহত থাকবে।

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট