চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

অহেতুক ঘুরাফেরা, দোকান খোলা রাখায় জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

৫ এপ্রিল, ২০২১ | ৭:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অহেতুক ঘুরাফেরা, দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় ১৯ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বাইরে ঘুরাফেরা করায়  শুধু ৬ জনকে ৫ শ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ মার্চ) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী সেন্টার, বটতলী রুস্তম হাট, জয়কালী বাজারসহ উপজেলা সদর এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমদ।

পূর্বকোণকে তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের প্রথমদিনই মাঠে নামে প্রশাসন। বিভিন্ন এলাকায় চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এসময় অহেতুক ঘুরাফেরা করা ও মাস্ক না পরায় ৬ পথচারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার দায়ে ১৩ দোকানিকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট