চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

রাউজানে নাছির হত্যা: প্রধান আসামি রাশেদ গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১৪ মার্চ, ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে নাছির উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাশেদুল আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) ভোরে ছিন্নি বটতল মাজার সংলগ্ন টিলারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদ হলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের টিলারপাড়া ছিন্নি বটতল মাজার এলাকার মৃত আবুল বশরের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, ভোরে ছিন্নি বটতল মাজার সংলগ্ন টিলারপাড়া এলাকা থেকে সন্ত্রাসী রাশেদুল আলমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার বাড়িতে অস্ত্র থাকার কথা জানায়। পরে তার শয়নকক্ষ থেকে একটি দেশীয় তৈরি এলজি (ব্যারেলসহ) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আলোচিত নাছির হত্যা মামলা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। আজ অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট