
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে উত্তোলিত ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বন্যপ্রাণি অভয়ারণ্যের রাতার ছড়া এলাকা থেক এসব বালু জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে এই অভিযান। অবৈধ বালু উত্তোলনকারী ৬ জনের বিরুদ্ধে মামলা হবে। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন, চুনতি চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমারসহ বন বিভাগ, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পূর্বকোণ/পিআর