চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

‎চকরিয়া সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৫ | ৩:৪৭ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)।

‎বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে ওই এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। ব্যাটারিচালিত অটোরিকশা করে পাচারের সময় স্কুল ব্যাগভর্তি ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট