চট্টগ্রাম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে এক দিনে ২ শিশু উদ্ধার

চন্দনাইশে এক দিনে ২ শিশু উদ্ধার

চন্দনাইশ সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৫ | ৮:৫৬ অপরাহ্ণ

চন্দনাইশে ১দিনে ২ শিশু উদ্ধার করেছেন চন্দনাইশ থানা পুলিশ। আজ ১৪ অক্টোবর দুপুরে মুরাদাবাদ থেকে বাঁশখালীর ৫ মাসের শিশু আদিয়াত এবং গাছবাড়িয়া কলেজ গেট এলাকা থেকে চকরিয়া হারবাং এলাকার মো হোসাইন (১২)কে উদ্ধার করা হয়।

 

এসআই রাকিব জানান, বাঁশখালীর মনজুর আলমের ৫ মাসের শিশু আদিয়াতকে গত ১৩ অক্টোবর দুপুরে একই এলাকার মো. রিদুয়ান (৩২) অপহরণ করে নিয়ে আসে। চন্দনাইশের মুরাদাবাদের রোবাইদা সুলতানা তানজুর নিকট ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে। এ ব্যাপারে আদিয়াতের পিতা মনজুর আলম গত ১৩ অক্টোবর বাঁশখালী থানায় মো. রিদুয়ানের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে চন্দনাইশ থানা পুলিশ আজ ১৪ অক্টোবর দুপুরে আদিয়াতকে উদ্ধার করে।

 

বিকালে বাঁশখালী থানার তদন্তকারী কর্মকর্তা ও আদিয়াতের পিতা-মাতার সনাক্ত করণের মাধ্যমে হস্তান্তর করেন।

 

এদিকে আজ দুপুরে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চকরিয়া হারবাং এলাকার ১২ বছরের শিশু মো. হোসাইনকে মারধর করার সময় স্থানীয়রা বাধা দেন। বাধা অমান্য করে মারধর করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মো. হোসাইনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার মাকে খবর দিলে মা থানায় এসে ছেলেকে নিয়ে যায়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট