চট্টগ্রাম বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার

রাউজানের শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়া গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৫ | ৩:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কল্যাণ বড়ুয়া উপজেলা তদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়াপাড়ার বাসিন্দা।

রবিবার (১২ অক্টোবর) রাউজান পৌরসভার জলিলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণ বড়ুয়া রাউজান ও রাঙ্গুনিয়া থানায় দায়ের করা খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কল্যাণ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। কল্যাণ বড়ুয়া একজন শীর্ষ সন্ত্রাসী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট