চট্টগ্রাম রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

উখিয়ায় মাদক কারবারি গ্রেপ্তার

উখিয়ায় মাদক কারবারি গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৫ | ৬:১৩ অপরাহ্ণ

কক্সবাজার উখিয়ার শীর্ষ মাদক কারবারি ও  তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ও ৬৪ বিজিবির যৌথ আভিযানিক দল।

 

 

শনিবার (১২ অক্টোবর) রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

গ্রেপ্তার তাজ উদ্দিন হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা এলাকার মৃত সেহের আলীর ছেলে।

 

 

র‌্যাব সূত্র জানায়, তাজ উদ্দিন এন্টি-নারকোটিকস টাস্কফোর্স ঘোষিত কক্সবাজার জেলার অন্যতম শীর্ষ মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকাজুড়ে ইয়াবা পাচার সিন্ডিকেট পরিচালনা করছিলেন।

 

 

স্থানীয়দের অভিযোগ, তাজ উদ্দিন অতীতে একাধিকবার ইয়াবাসহ র‌্যাব ও পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। রাজনৈতিক পরিচয়ের সুযোগে তিনি প্রভাব বিস্তার করেন এবং স্থানীয় কিছু নেতা ও সাংবাদিকদের অর্থের জোরে নিজের স্বার্থে ব্যবহার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

 

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক  (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চলছে এবং চলবে।

 

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত তাজ উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট