চট্টগ্রাম বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

খেলনার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, দোকানি গ্রেপ্তার

পটিয়া সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৫ | ৫:৫৯ অপরাহ্ণ

পটিয়ায় খেলনার (ক্লে) লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতের নাম দিদার আহাম্মদ প্রকাশ দিলদার (৫২)। সে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা এলাকার বাসিন্দা।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভিকটিম শিশু কন্যা তার বান্ধবীর সঙ্গে খেলার সময় প্রতিবেশী দিদার আহাম্মদ প্রকাশ দিলদার (৫২)-এর দোকানের সামনে ছিল। অভিযুক্ত দিলদার ওই শিশুকে খেলার জিনিস (ক্লে) দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দোকানের ভেতরে নিয়ে যায়।

 

ভিকটিমের বাবা অভিযোগ করেন, দোকানের ভেতরে নিয়ে দিদার আহাম্মদ প্রকাশ দিলদার তার মেয়েকে যৌন হয়রানি করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে ঘটনাটি জানালে তারা বিষয়টি নিশ্চিত হন এবং থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত আসামি দিদার আহাম্মদ প্রকাশ দিলদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট