চট্টগ্রাম বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে ১০ হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার
গ্রেপ্তার বাসের চালক ও হেল্পার

মিরসরাইয়ে ১০ হাজার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার

মিরসরাই সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার বড়তাকিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বাস চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে, হেলপার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে ৷ 

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় আটক করা হয়। ভেতরে তল্লাশি চালিয়ে চালকের সিটের ডান পাশে থাকা বক্স থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাসটিও  জব্দ করা হয়েছে। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে৷

পূর্বকোণ/ইবনুর/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট