
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে র্যাব।
আজ শনিবার র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সংবাদের ভিত্তিতে খুরুশকুলের জানার পাড়ার জাকের চৌধুরীর পরিত্যক্ত বাড়িতে তল্লাশি করে ২টি দেশীয় এলজি, ১০ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ৫টি শর্টগানের তাজা কার্তুজ এবং ২টি বাট যুক্ত ছুরি উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, অভিযানের সময় অপরাধীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই পরিত্যক্ত বাড়িটি কোনো সন্ত্রাসী বা অপরাধী গোষ্ঠীর অস্ত্র মজুতের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অস্ত্র মজুতকারী ও এর সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পারভেজ