চট্টগ্রাম রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে বিষাক্ত সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু

সন্দ্বীপে বিষাক্ত সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু

সন্দ্বীপ সংবাদদাতা

১২ অক্টোবর, ২০২৫ | ৪:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে বিষাক্ত সাপের কামড়ে পলি বেগম (২৩) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পারভেজের নতুন বাড়িতে এ ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের কাজে ব্যস্ত থাকার সময় পলি বেগমকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এন্টিভেনম (বিষনাশক ইনজেকশন) প্রদান করেন। তবে কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস জানান, রোগীকে হাসপাতালে আনতে দেরি হওয়ায় এন্টিভেনম দেয়ার আগেই বিষক্রিয়া শরীরে ছড়িয়ে পড়ে। এ কারণে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় সাপের উপদ্রব বেড়ে গেছে। রাত-বিরাতে ঘর ও আশপাশে সাপ দেখা যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট