চট্টগ্রাম রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

বান্দরবান প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৫ | ২:২৮ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্যদের পা উড়ে গেছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পেয়ারা বনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

আহত বিজিবি সদস্যের নাম নায়েক মো. আকতার হোসেন (৩৪)। তিনি রামু বিজিবি ৩০ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।

 

পুলিশ জানায়, বিজিবির একটি দল পেয়ারা বুনিয়া সীমান্তে কাঁটাতার বেড়া সংলগ্ন একটি অস্থায়ী টিওবির জায়গা পরিদর্শনে গেলে সেখানে হঠাৎ স্থলমাইল বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের দুটি পা ক্ষতিগ্রস্ত হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার বিজিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট