চট্টগ্রাম রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫

বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ, টেকনাফে গ্রেপ্তার ৩

বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ, টেকনাফে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৫ | ৩:০৮ অপরাহ্ণ

কক্সবাজার টেকনাফে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১৫। শুক্রবার (১০ অক্টোবর) সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার জাফর আলমের ছেলে আক্তার হোসেন (৩৪), উখিয়া কুতুপালং ক্যাম্প-৪ এর কাছিমের ছেলে মো. হামিম (২১) ও বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)।

শনিবার (১১ অক্টোবর) এক সংবাদে কক্সবাজার র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিকটিমরা চাকরির প্রলোভনে টেকনাফে গিয়ে অপহরণ চক্রের ফাঁদে পড়েন। পরে মুক্তিপণের দাবিতে তাদের আটক করে রাখে চক্রটি। সুযোগ পেয়ে ভিকটিমরা পালিয়ে গতকাল শুক্রবার র‌্যাবের কাছে আশ্রয় নেন এবং বিস্তারিত অভিযোগ জানান। অভিযোগের প্রেক্ষিতে এদিন হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে আসামিদের সহযোগী অপর ৪ আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। অপহরণের শিকার এক যুবক বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট