
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল ধ্বংস করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১টায় উপজেলার ডোমখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালগুলো ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন কাদের বলেন, গত ৩রা অক্টোবর থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিন্তু কিছু অসাধু জেলে চরঘেরা জাল দিয়ে সাগরে মাছ আহরণ করছে এমন তথ্যের ভিত্তিতে ডোমখালী এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ বর্গফুট চরঘেরা জাল জব্ধ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ