চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

লোহাগাড়ায় শৌচাগার থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় শৌচাগার থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

লোহাগাড়া সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৫ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় মো. জাকির (৫০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মো. জাকির চরম্বার ইউনিয়নের উত্তর নাছির মোহাম্মদ পাড়ায় শ্বশুর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তবে তিনি কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আবদুল আলীম জানান, পুলিশের টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

স্থানীয় মো. নাছির জানান, জাকির পরিবার নিয়ে চকরিয়া থেকে চরম্বায় আসার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে যান। দীর্ঘসময় ফিরে না আসায় স্ত্রী ডাকতে গেলে তিনি স্বামীর মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট