চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

বোয়ালখালীতে ডায়াগনস্টিক সেন্টারসহ ৩ চিকিৎসালয়কে অর্থদণ্ড

বোয়ালখালীতে ডায়াগনস্টিক সেন্টারসহ ৩ চিকিৎসালয়কে অর্থদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

১ জুলাই, ২০২৫ | ৫:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে নানা অসঙ্গতি পাওয়ায় এভারগ্রীণ ডায়াগনস্টিক সেন্টারসহ ৩টি চিকিৎসালয়কে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ম্যাক্স ডেন্টাল কেয়ার নামক একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে পৌর সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি জানান, বিএমডিসি নম্বর বহির্ভূত ডাক্তার বসিয়ে অবৈধভাবে দাঁতের চিকিৎসা দিয়ে যাচ্ছিল ম্যাক্স ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানটি। এই ধরণের ডাক্তারের চিকিৎসা গ্রহণ করলে রোগী স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তাই ম্যাক্স ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

 

এছাড়া দায়িত্বে অবহেলাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মাহাদী ওয়াসিকে ২০ হাজার টাকা, এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা এবং দিদার হাড় ভাঙা চিকিৎসালয়ের দিদার ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট