চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে মারধর

বোয়ালখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে মারধর

বোয়ালখালী সংবাদদাতা

১ জুলাই, ২০২৫ | ৩:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মো. ফাহিম আলম (২৫) নামের এক যুবককে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম।

 

সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর করলডেঙ্গা কালামিয়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

আহত ফাহিম আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তিনি রাতেই বোয়ালখালী থানায় ৪ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

ফাহিম অভিযোগ করে বলেন, স্থানীয় সিহাম ও রিদুয়ান নামের দুই কিশোর স্কুলের ভিতরে কবরস্থানের পাশে নয়তো মসজিদ-মাদ্রাসার পাশে বসে প্রায় সময় আড্ডা দেয় এবং ইয়াবা ও গাঁজা সেবন করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে আমার চাচা মৌখিকভাবে অবগত করলে এ নিয়ে ওরা আমার উপর ক্ষিপ্ত হয়। গতকাল রাতে কালামিয়া স্কুলের দোকানের পাশে আমাকে দেখতে পেয়ে স্থানীয় মো. ইয়াকুব, মো. ইউছুপসহ ওই দুই কিশোর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এর একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে তারা চলে যায়।

 

আহত ফাহিম উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের আবদুল করিম সিকদার বাড়ির আবদুর ছবুরের ছেলে। অভিযুক্তরাও একই এলাকার বাসিন্দা।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট