চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চট্টগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

১ জুলাই, ২০২৫ | ১:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মনির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আওয়ামীলীগ নেতা মনির সীতাকুণ্ড থানার একটি মামলায় এজহারভুক্ত আসামি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত আগস্ট মাসে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি মনির আহমেদ। তাই সিএমপির পাঁশলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট