চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

দিপ্তীদের চোখে তৃপ্তির জল

জেলেপাড়ায় সেনাবাহিনীর হেলথ ক্যাম্প 

দিপ্তীদের চোখে তৃপ্তির জল

নিজস্ব প্রতিবেদক

১ জুলাই, ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

সাগরপাড়ের বাসিন্দা দিপ্তী দাশ। স্বামী সাগরে মাছ ধরেন, যা আয় হয় তাতে কোনোমতে চলে সংসার। অসুস্থ হলে স্থানীয় ওষুধের দোকানই ভরসা। বড় হাসপাতালে যাওয়ার সাধ্য নেই।
সোমবার (৩০ জুন) সকালে খবর পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুল বিনামূল্যের হেলথ ক্যাম্প করেছে। চিকিৎসার আশায় হাজির হলেন। চিকিৎসক তার সব কথা শুনলেন, পরীক্ষা করলেন, প্রয়োজনীয় ওষুধও দিলেন। দিপ্তীর চোখে তখন তৃপ্তির জল। ওষুধ গ্রহণের পর কথা হয় তার সঙ্গে।
দিপ্তী বলেন, ‘ভালো ডাক্তার দেখাতে পারি না। তাই স্যারদের ক্যাম্পে আসলাম। ফ্রি ওষুধও পেয়েছি। যদি এমন ক্যাম্প আরও হতো, তাহলে আমাদের মতো গরিব মানুষদের সুবিধা হতো।’
দিপ্তীর মতো আরও অনেকে এসেছেন হেলথ ক্যাম্পে। তাদের একজন ৭০ বছরের নুর ছফা। চোখে ঝাপসা দেখেন। উচ্চ রক্তচাপে ভুগছেন। অর্থের অভাবে বড় হাসপাতালে যেতে পারেন না। একমাত্র ছেলে তারেক সিকিউরিটি গার্ড। হেলথ ক্যাম্পের খবর পেয়ে অফিস থেকে ছুটি নিয়ে মাকে নিয়ে এলেন।
তারেক বলেন, ‘ডাক্তার খুব আন্তরিকভাবে দেখেছেন। বিনামূল্যে ওষুধও দিয়েছেন। মাঝে মাঝে এভাবে পাশে দাঁড়ানো দরকার।’
মধ্যবয়সী সুভাষ চন্দ্র। সাগরে মাছ ধরেন। শরীরে দীর্ঘদিন চুলকানিতে ভুগছিলেন। স্থানীয় ওষুধ কাজ করেনি। সুভাষ বলেন, ‘সব কথা শুনে ডাক্তার ভালোভাবে দেখলেন। ওষুধও দিলেন। এমন বড় ডাক্তার তো আমরা কখনও পাই না।  তাও আবার বিনামূল্যে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
এমনই শত শত গল্পের ভিড়ে সোমবার দিনভর জেলেপাড়া সরগরম ছিল হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুলের হেলথ ক্যাম্প ঘিরে। সেনাবাহিনীর আয়োজনে পতেঙ্গা, হালিশহর, পাহাড়তলীর অন্তত দেড় শতাধিক জেলে পরিবার পেল চিকিৎসা সেবা। রক্তচাপ, ডায়াবেটিস, চর্ম রোগ, শিশু রোগ, চোখের রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা ছিলেন এ ক্যাম্পে। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
হেলথ ক্যাম্প উদ্বোধন করেন আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আ ফ ম আতিকুর রহমান। উদ্বোধনের পর তিনি রোগীদের খোঁজ-খবর নেন, বুথ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ‘চলমান ‘ইন এইচ টু সিভিল এডমিনিস্ট্রেশন’র অংশ হিসেবেই আমাদের এই ক্যাম্প। এবার সবাইকে বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়েছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
দিনব্যাপী এ ক্যাম্পে দেখা যায়, কেউ হাতে ওষুধের প্যাকেট নিয়ে ফিরছেন, অনেক দিন পর এমন একদিনের ক্যাম্পে বড় বড় চিকিৎসকদের কাছে পেয়ে আপ্লুত সবাই। চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান সেবা গ্রহীতারা। তারা জানালেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা নয়, বরং উপকূলের জেলেপাড়ায় ভরসা ফেরানোর নাম হয়ে থাকলো।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট