চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মিনি ড্রাম ট্রাকের ধাক্কায় শরীফ উল্লাহ (২৪) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের কিসমত আলী পাড়ার মো. ইসমাইলের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়ি যাচ্ছিলেন শরীফ। এসময় মালুমঘাট স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মিনি ড্রাম ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শরীফ উল্লাহ। স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট খ্রিস্ট্রান হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ