‘চোর-ডাকাত নাই’ বলে খ্যাতি থাকা সেন্টমার্টিনদ্বীপে অবশেষে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) মাস্টার শাহজালাল সরকারের বাসায় এই ঘটনা ঘটে । তিনি সেন্টমার্টিনের বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ।
তিনি জানান, সেন্টমার্টিনদ্বীপে বিগত ২৯ বছর ধরে স্ব-পরিবারে বসবাস করে সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছি। দ্বীপের বাজার সংলগ্ন এলাকায় ছোট্ট একটি বাড়িও করেছি। অবসরে বাসায় বসে হোমিওপ্যাথিক চিকিৎসা করি। ঈদুল আজহায় কুমিল্লা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে পরিবার নিয়ে ফিরে দেখি বাসার পানির পাম্প, তিনটি সিলিং ফ্যান, দুইটি কম্বল, তিনটি নতুন শাড়ি, দীর্ঘদিনের হোমিওপ্যাথিক ঔষধের কিছুই অবশিষ্ট নেই। বিষয়টি দ্বীপের পুলিশকে অবহিত করা হয়েছে।
সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাঁড়িতে দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর অজিত কুমার জানান, দ্বীপে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা আগে কখনও ঘটেনি। এখন কিছু ঘটনা লোকমুখে শুনলেও এ পর্যন্ত লিখিতভাবে কেউ অভিযোগ করেনি।
পূর্বকোণ/কাশেম/আরআর/পারভেজ