বান্দরবানের লামায় অবৈধ দুইটি ইটভাটাকে পাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফাইতং ইউনিয়নে ওয়াইএসবি এবং ইউবিএম ইট ভাটায় এই অভিযান চালানো হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন নেতৃত্বে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এই অভিযানে অংশ নেয়।
লামার ফাইতং এলাকায় ওয়াইএসবি এবং ইউবিএম ইটভাটায় অভিযানকালে দেখা যায় ভাটা দুইটি পাহাড় কাটছে। এতে করে পরিবেশের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এসময় দুই ইটভাটায় ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, ‘বনাঞ্চল, পাহাড়ি এলাকা ও জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এতে করে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া ইটভাটাগুলোর কোনও কাগজপত্র নেই। অবৈধভাবে ভাটাগুলো চলছিল। পাহাড় কাটার অপরাধে ওয়াইএসবি ব্রিকসকে এক লাখ এবং ইউবিএম ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/রফিকুল/আরআর/পারভেজ