টেকনাফের হ্নীলায় পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ২ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া সংলগ্ন জমিরিয়া দারুল কুরআন মাদ্রাসার পুকুরে ঘটেছে এ ঘটনা।
নিহত অনন্যা দাস গুপ্তা আদর (৭) মৌলভীবাজার স্টেশন এলাকার প্রবাসী আপন শর্মার মেয়ে ।
শিশুটির চাচা প্রিতম দাশের বরাত দিয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আলী জানান, শিশু অনন্যা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের ন্যায় দুপুরে স্কুলের ক্লাস শেষ করে পার্শ্ববর্তী অন্যান্য সহপাঠীদের সাথে নিয়ে খেলতে গিয়ে একপর্যায়ে পা পিচলে পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে খেলার সাথীরা তাকে দেখতে না পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে আত্মীয় স্বজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পূর্বকোণ/কাশেম/আরআর/পারভেজ