চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রাউজানে পুকুরে ডুবে মাদ্রাসার শিশু-ছাত্র মোস্তাকিমের মৃত্যু
মোহাম্মদ মোস্তাকিম (৬)

রাউজানে পুকুরে ডুবে মাদ্রাসার শিশু-ছাত্র মোস্তাকিমের মৃত্যু

রাউজান সংবাদদাতা

২৩ জুন, ২০২৫ | ৭:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মোহাম্মদ মোস্তাকিম (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোশাল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত মোস্তাকিম স্থানীয় হাজী শামসুল আলম দারুল আরকাম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র, খোশাল তালুকদার বাড়ির প্রবাসী মো. মুবিনের ছেলে।

 

পরিবারের সদস্যদের অজান্তে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় মোস্তাকিম। পরিবার সূত্রে জানা গেছে, ওমরাহ হজের জন্য স্ত্রী ও মায়ের পাসপোর্ট করাতে সোমবার সকালে মোস্তাকিমের বাবা মুবিন চট্টগ্রামের মনসুরাবাদ পাসপোর্ট অফিসে যান। এসময় তার সঙ্গে ছিলেন মোস্তাকিমের মা ও দাদী। বাড়িতে ছিল বেড়াতে আসা কয়েকজন স্বজন। তারা বাড়ির পেছনের পুকুরে শখের বসে মাছ ধরতে যান। শিশু মোস্তাকিমও পেছনে পেছনে পুকুরপাড়ে যায়। পরে সবাই ফিরে এলেও মোস্তাকিম ফিরে আসেনি। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পুকুরে ভাসমান অবস্থায় মোস্তাকিমকে দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে হাটহাজারীর একটি বেসরকারি মেডিকেলে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোস্তাকিমের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। হাসপাতালে ছুটে গিয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশী ও স্বজনরাও কান্নায় ভেঙে পড়েন।

 

মাদ্রাসার শিক্ষক মাওলানা ওসমান গণী বলেন, “আজ মাদ্রাসা খোলা ছিল। মোস্তাকিম উপস্থিত হয়নি। পরে জানতে পারি, সে আর বেঁচে নেই।” মৃত্যুর সময় মোস্তাকিমের বয়স ছিল ৬ বছর। তার একমাত্র ছোট বোন রয়েছে, যার বয়স দুই বছর। সোমবার বাদ মাগরিব খোশাল তালুকদার বাড়িতে মোস্তাকিমের জানাজা অনুষ্ঠিত হয়।

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট