ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকা হতে নিখোঁজের চার দিন পর তাহিয়া আক্তার নামে দেড় বছর বয়সী এক শিশুর মরদেহ কর্ণফুলী নদী হতে উদ্ধার হয়েছে।
রবিবার (২২ জুন) বিকেলে চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকা থেকে তাহিয়ার মরদেহ উদ্ধার পরবর্তী চান্দগাঁও থানা পুলিশের হেফাজতে ছিল। বিষয়টি জানতে পেরে ফটিকছড়ি হতে নিহত তাহিয়ার স্বজনরা চান্দগাঁও থানার সাথে যোগাযোগ করেন। ময়নাতদন্ত শেষে ২৩ জুন তাহিয়ার মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করে পুলিশ। নিহত তাহিয়া ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ বাড়ির বাসিন্দা মানিক ড্রাইভারের মেয়ে। তাহিয়ার পিতার দাবি তার মেয়েকে কে বা কারা অপহরণ করে হত্যা করেছে।
উল্লেখ , বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ১১টা হতে পরিবারের লোকজন তার খোঁজ পাচ্ছিল না। এই নিয়ে পরদিন (শুক্রবার) ভূজপুর থানায় মানিক ড্রাইভার নিখোঁজ ডায়েরি করেছিলেন। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে তাহিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারে তাঁর পরিবার।
পূর্বকোণ/মুন্না/রাজীব/পারভেজ