চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার কুমিরায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেন কুমিরা অতিক্রম করার সময় একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন এসে সেটি উদ্ধারে কাজ শুরু করে।
কুমিরা রেলস্টেশনের স্টেশনমাস্টার আশরাফুল আলম বলেন, চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হলেও তাতে কেউ হতাহত হয়নি কিংবা ট্রেন চলাচল ব্যাহত হয়নি। চট্টগ্রামমুখী লাইন বন্ধ থাকলেও ঢাকামুখী লাইনে উভয় দিকের ট্রেন চলাচল করেছে।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী বলেন, একটি চাকা লাইনচ্যুত হলেও এখানে হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এসে সেটি সরিয়ে নেওয়ার কাজ করছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২০ জুন) সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনার রেশ কাটার আগেই আজ সোমবার আবারও ট্রেনের চাকা লাইনচ্যুত হল।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ