নাইক্ষ্যংছড়ি সীমান্তের দৌছড়ি-বাইশারী ও রামুর পূর্বাঞ্চলের কুখ্যাত অস্ত্র চোরাকারবারি এবং বহু মামলার আসামি শাহীনুর রহমান শাহীন প্রকাশ ডাকাত শাহীনের আস্থানায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ জুন) দুপুরে বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেমুতলী পাহাড়ি জঙ্গালাকীর্ণ এলাকার চেয়ারম্যান ভাঙা নামক স্থান থেকে কুখ্যাত অস্ত্র চোরাকারবারি এবং বহু মামলার আসামি শাহীনুর রহমান শাহীন প্রকাশ ডাকাত শাহীনের এবং তার গ্যাংয়ের আস্থানায় অভিযান চালিয়ে দেশীয় দুটি এক নলা বন্দুক ও তিনটি শর্টগান উদ্ধার করতে সক্ষম হয়। তবে উক্ত অভিযানে দুষ্কৃতকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গত ৫ জুন (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে রামু উপজেলার পূর্বাঞ্চল গর্জনিয়া থেকে শাহীন ডাকাত ও তার ঘনিষ্ঠ দুই সহযোগীকে আটক করা হয়।
পূর্বকোণ/শামীম/জেইউ