চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৫ | ৪:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নুর মোহাম্মদ প্রকাশ মানিক, আরিফ হোসেন, মো. রবিউল হোসেন।

 

রবিবার (২২ জুন) রাত পৌনে ১২টায় সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বন্দর টু বায়েজিদগামী লিংক রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বন্দর টু বায়েজিদগামী লিংক রোডে অবভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বড় কাটার, দুইটি রাম দা, দুইটি লোহার পাইপ, একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়েছে। এসময় ১২/১৩ জন পাহাড়ের দিকে পালিয়ে যায়। ডাকাতির উদ্দেশ্যে তাদের হেফাজত থেকে উদ্ধার ও জব্দকৃত অস্ত্রসহ বর্ণিত ঘটনাস্থলে সমবেত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট