চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে একই দিনে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত দুই শিশু

সীতাকুণ্ডে একই দিনে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ জুন, ২০২৫ | ১১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একই দিনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) উপজেলার সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো নেহাল (২) এবং মাইশা (৬)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সালামত উল্লাহ সারাং বাড়িতে বেড়াতে আসা নেহাল (২) নামক এক শিশু বাড়ির লোকজনের অগোচরে পানিতে পড়ে মারা যায়। নেহাল পার্শ্ববর্তী এলাকার প্রবাসী সাইদুল ইসলাম শাহীনের একমাত্র ছেলে।

 

নিহত নেহালের মামা মিনহাজ উদ্দিন পায়েল জানান, একই এলাকাতেই তার বোনের শ্বশুড় বাড়ি। বোন প্রতিদিনই একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়ি ঘুরতে আসেন। রবিবারও আসেন। সেখানে ঘরের সামনে নেহাল খেলছিল। কিন্তু কখন সে পুকুরে পড়ে যায় কেউ জানত না। পরে খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর গ্রামের মো. নাছিরের কন্যা জান্নাতুল মাইশা (৬) বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। এ দুটি মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট