কক্সবাজারের কুতুবদিয়া ধুরুং বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী মো. তারেক হত্যা মামলার অন্যতম আসামি আনিছুল ইসলাম তুষার প্রকাশ মইন্নাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মইন্না উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কুইল্যার পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং ওই হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, ওই আসামি দীর্ঘদিন পলাতক ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুতুবদিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত বছরের (৫ জুন) উপজেলার উত্তর ধুরুং মগলাল পাড়া সড়কের পাশ থেকে ওই গ্যাস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেন পুলিশ।
প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ