চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর মাদার্শা রামদাশ হাট অংশে হালদা নদীতে ভেসে উঠেছে দুটি মৃত মা কাতলা মাছ।
রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে মাছ দুটি ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়। মাছ দুটি প্রায় ১৫-২০ কেজি ওজনের বলে জানা গেছে।
বর্তমানে মাছ দুটি রামদাশ হাট নৌ পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর আজাদী।
তিনি বলেন, মাছ দুটি উদ্ধার করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূষণের কারণে নদীতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় মা কাতলা মাছ দুটি মারা গেছে।
এদিকে হালদা বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ দুটি কীভাবে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নদীর পানিতে দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মাছগুলোর মৃত্যু হতে পারে।
তিনি আরও বলেন, ফটিকছড়ির তেরপালি খালে চামড়া ফেলার কারণে এবং কাঠালিয়া খাল দিয়ে ট্যানারির ময়লা পানি সরাসরি হালদা নদীতে প্রবাহিত হওয়ায় পানি দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
উল্লেখ্য, হালদা নদী একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত। এই নদীতে মা মাছের মৃত্যু শুধু পরিবেশ নয়, পুরো জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ বলেও মন্তব্য করেছেন পরিবেশবিদরা।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ