চট্টগ্রামের রাউজানে ভয়াবহ আগুনে পুড়েছে ১১ বসতঘর। রবিবার (২২ জুন) দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আধারমানিকের হযরত সৈয়দ আওলিয়ার বাড়ির পাশের ডা. ছালে আহম্মদের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে দুপুর ১টার দিকে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আসার আগে ১১ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- দিনমজুর এনাম, হামিদ, মাহমুদুল হক, ওবাইদুল হক, ওসমান, ফোরকান, বোরকান, মামুন, সুমন, নুরুল আমিন মানিক ও খোরশেদ।
আগুনে নগদ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা চৌধুরী।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ