চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা শিশু অপহরণ, মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা
ফাইল ছবি

রোহিঙ্গা শিশু অপহরণ, মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা

টেকনাফ সংবাদদাতা

২২ জুন, ২০২৫ | ৭:২৬ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলার ‎লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প হতে অপহৃত শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (২২ জুন) সকাল ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ায় এক শিশুর ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে মসজিদের মাইকে প্রচার করা হয়।

 

২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. আলম পরিবারের বরাতে জানান, ক-সি/৫ ব্লকের বাসিন্দা আবদুল হামিদের ছেলে মো. আব্দুল্লাহ (৭) গত শুক্রবার (২০ জুন) বিকেলে অপহৃত হয়। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় তার খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর তার বাড়িতে অপহরণকারীরা কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। সর্বশেষ মুক্তপণের টাকার অঙ্ক ৫০ হাজারে নামিয়ে আনলেও টাকা দেওয়া সম্ভব হয়নি।

 

রোহিঙ্গারা নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ায় এক শিশুর ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে মসজিদের মাইকে প্রচার করলে আবদুল হামিদ ও স্বজনেরা গিয়ে তার ছেলের মৃতদেহ বলে শনাক্ত করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে দুপুরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ থানায় নিয়ে যায়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, হ্নীলার নুরালী পাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট