চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

গলায় গামছা পেঁচিয়ে টমটম চালকের আত্মহত্যা, স্ত্রী গ্রেপ্তার
মো. মোকতার

‘স্ত্রীর পরকীয়া’, গলায় গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা সাতকানিয়ায়

সাতকানিয়া সংবাদদাতা

২২ মে, ২০২৫ | ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. মোকতার (২৭) নামে এক টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতের স্বজনের দাবি- স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের পরিকল্পনায় মোকতারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ মে) দিবাগত রাতে সাতকানিয়া পৌরসভার ডলুব্রিজ এলাকায় আপন নিবাস নামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের স্ত্রী তুহিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, বিগত ৬ বছর আগে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে ও একই উপজেলার মাদার্শা ইউনিয়নের দেওদীঘি জয়নগর এলাকার জাফর আহমদের মেয়ে তুহিন আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে আইরা নামে আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের বড় বোনের স্বামী আবু ইউছুফ বলেন, বিয়ের আগে থেকে মোকতারের স্ত্রীর সাথে অন্য ছেলের সম্পর্ক ছিল। বিষয়টি স্ত্রীর (তুহিন) পরিবার জানলেও বিষয়টি গোপন রেখে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বছর খানেক কোন রকমের সংসার চললেও পরকীয়ার কারণে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে মোকতারের প্রায় সময় ঝগড়া লেগে থাকত।

তিনি আরও বলেন, ৩ বছর আগে সংসার বাঁচাতে বাধ্য হয়ে মোকতার স্ত্রীকে নিয়ে ডলু ব্রিজের পশ্চিম পাশে ভাড়া বাসায় বসবাস শুরু করে। বাসায় মোকতারের শ্বাশুড়ি ও পরকীয়ায় জড়িত ওই ছেলে প্রায়সময় তাদের বাসায় আসত। ঘটনার ৩ দিন আগে মোকতার আমাকে ফোন করে বলে- তার স্ত্রী ও শ্বাশুড়ি তাকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তখন আমি বলি- গাড়ি (টমটম) বিক্রি করে দেয়। শহরে তোর জন্য একটা দারোয়ানের চাকরি ঠিক করেছি। এর মধ্যে ঘটে গেল এ ঘটনা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তফিকুল ইসলাম বলেন, পুলিশ খাটে নামানো অবস্থা থেকে মোকতারের লাশ উদ্ধার করে। গলায় গামছা পেঁচানোর দাগ রয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

পূর্বকোণ/মুন্না/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট