চট্টগ্রাম বুধবার, ২৫ জুন, ২০২৫

কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

২২ মে, ২০২৫ | ৬:১৩ অপরাহ্ণ

কক্সবাজার সদরে মধ্যরাতে দেশীয় অস্ত্রসহ আজিজুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আজিজুর রহমান পিএমখালী ৫ নম্বর ওয়ার্ডের সুইচগেট এলাকার শফিউল্লাহর ছেলে।

বুধবার (২১ মে) দিবাগত রাত দেড়টার দিকে হাশেমিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি অটোরিকশাকে (মিশুক) সন্দেহ হলে সেটিকে থামিয়ে তল্লাশির এক পর্যায়ে দু’জন পালিয়ে গেলেও অটোরিকশার ব্যাটারি রাখার স্থান থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আজিজুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় পলাতক দু’জনসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট