চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে খিরাম বাজারে আগুনে পুড়ল ১৬ দোকান

ফটিকছড়িতে খিরাম বাজারে আগুনে পুড়ল ১৬ দোকান

নাজিরহাট সংবাদদাতা

২২ মে, ২০২৫ | ২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়িতে আগুন লেগে ১৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার ২১ নম্বর খিরাম ইউনিয়নের খিরাম বাজারে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদির দোকান, বাজারের সবজি বেপারিদের আড়ত ও বিশ্রামাগার ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ। তিনি জানান, দুপুরে খিরাম বাজারে হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে উপজেলার একমাত্র ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব আনুমানিক ৩০ কিলোমিটার হওয়ায় কেউ ফায়ার সার্ভিসে ফোন না দিয়ে স্থানীয়রা চারিদিক থেকে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ১৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট